আব্দুস সামাদ মণ্ডল ও আবদুল হাফিজ খান, ফুরফুরা, আপনজন: হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার ফুরফুরা শরীফ উজলপুকুরের সন্নিকটে রানা মার্বেলের শোরুমের শুভ উদ্বোধন হল শুক্রবার। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আনুষ্ঠানিকভাবে রানা মার্বেল শোরুমের ফিতা কেটে যৌথভাবে উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে বাংলার ফুরফুরা শরীফ-এর সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন ও রানা মার্বেলের মালিক আব্দুর রায়হান রানা। উদ্বোধনের পর আব্দুর রায়হান রানা বলেন, আমি আশা করছি এই এলাকা সহ আশেপাশে জেলার মানুষদেরকে আধুনিক পছন্দের বাড়ির টাইলস পাথর থেকে শুরু করে স্যানিটেশন সহ সব রকমের সরঞ্জাম সঠিক দামে পরিষেবা দিতে পারব। উদ্বোধক সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, আশা করছি রানা মার্বেল সাপ্লায়ার এলাকার মানুষদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে পছন্দ মতো টাইলস মার্বেল সহ বিভিন্ন ধরনের সামগ্রী সাপ্লাই দিতে পারবেন। তাই সাজ্জাদ সাহেব এলাকার সহ আশেপাশে গ্রামের মানুষদেরকে অন্তত একবার রানা মার্বেলের নতুন শোরুম দেখে যাওয়ার আহ্বান জানান। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় ও হোম ডেলিভারি সুযোগ থাকছে।
এ ব্যাপারে রারান মার্বেলের মালিক আব্দুর রায়হান রানা আরও জানান, এখানে বিভিন্ন ব্যবসায়ী বন্ধুদের কলকাতার থেকেও কম দামে হোলসেল রেটে যেমন দেওয়া হবে তেমনি এলাকা সহ আশেপাশে গ্রামের সাধারণ মানুষের রিটেল ক্রয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য কম দামে পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন রেপুটেড কোম্পানি যেমন ক্যাজারিয়া জনসন বেঙ্গল টাইল সেলকো সহ প্রতিষ্ঠিত কোম্পানির প্রোডাক্ট রানা মার্বেল সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করবে বলে তার দাবি। বিভিন্ন রঙের গ্রেনাইট পাথর সহ শৌচাগারের আধুনিক পছন্দ মতো যাবতীয় সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে রানা সাপ্লায়ার বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে এলাকার মানুষদের সহযোগিতা ও সঙ্গে থাকার আবেদন জানান। উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল বিভিন্ন সম্প্রদায়ের বহু গুণীজনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন লস্কর, আব্দুল জলিল লস্কর, তাপস মুখার্জি আব্দুল লতিফ, প্রাক্তন শিক্ষক হাবিবুল্লাহ জমাদার সূর্যকান্ত ঘোষাল শেখ নিজামুদ্দিন নবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ একবার সাওরাবেড়িয়া হাই মাদ্রাসা প্রধান শিক্ষক মাদ্রাসার প্রধান শিক্ষক নবাব আলী। সহ এলাকার বহু সম্মানীয় অতিথিরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct