দেবাশীষ পাল, মালদা, আপনজন: প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তারা কতটা সহযোগিতা পেয়েছেন তা তদারকি করতেই কনকনে ঠান্ডার মধ্যে গ্রামে ছুটলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের তিন সদস্য। শুক্রবার সকালে কালিয়াচক ৩ ব্লকের চরিঅনন্তপু , কামারপুর গ্রামে বেশ কিছু দুঃস্থ মানুষদের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের কর্তারা । কেন্দ্রীয় প্রতিনিধি দল। যাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি শক্তি কান্তি সিং , অ্যাসিস্ট্যান্ট কমিশনার এমএস চাহাত সিং এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরভ আহুজা। বলাবাহুল্য, বেশ কিছুদিন ধরে মালদা জেলার বিভিন্ন ব্লকে আবাস যোজনা প্রকল্পে সজন-পোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। কয়েকটি ব্লকে এনিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তরের ওই প্রতিনিধি দল মালদায় আসে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct