নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: এটিএম মেশিনে কার্ড আটকে প্রায় তিন লক্ষ টাকা খোয়ালেন দর্শনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত মাইতি। ঘটনাস্থল বকুলতলার অ্যাক্সিস ব্যাঙ্ক এটি এম কাউন্টার। বেহালার সরসুনার বাসিন্দা নাম দেবব্রত মাইতি আজ তার মেয়ের জন্মদিন ছিল । সেই অনুষ্ঠানের জন্য টাকা তুলতে গিয়েছিলেন গতকাল বকুলতলার অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমে। এটিএম কার্ড এটিএম এ ঢুকাবার পরেই যখন পিন প্রেস করে তখন হঠাৎই এটিএম কার্ডটি আটকে যায় এবং কোন ট্রানজাকশনও হচ্ছিল না এবং এটিএম কার্ডটি পুরো এটিএম মেশিনের মধ্যে ঢুকে গেছিল বেরচ্ছিল না। তারপর এই ব্যক্তি চৌরাস্তা এক্সিস ব্যাঙ্ক এ যায় এবং ম্যানেজারের সঙ্গে যখন পুরো বিষয়টা জানাতে থাকে সেই সময়ই তার কাছে এসএমএস আসে গোয়ার কোন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে ১১ বার ট্রানজেকশন এবং দুবার পারচেজ করে ৩ লক্ষ টাকার কাছাকাছি তুলে নেয়।ওই ব্যাক্তি স্থানীয় থানা এবং লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছে। তবে ব্যাংকের তরফ থেকে কোনরকম কোন প্রতিক্রিয়া মেলেনি। এটিএম কার্ড মেশিনে আটকে রেখে এই ধরনের প্রতারণার ঘটনা শহরে প্রথম। ইতিমধ্যে এই বিষয়ে সাইবার ক্রাইম অফিসাররা তদন্ত শুরু করেছে। যে এটিএম কাউন্টারের মেশিনে এই ঘটনা ঘটেছে সেখানে তদন্তে যায় অফিসাররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct