এহসানুল হক, বসিরহাট, আপনজন: যখন বিভিন্ন দিকে আবাস যোজনার ঘরের জন্য বিক্ষোভ করছে,আর সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ যখন লাঠিচার্জ করছে। ঠিক সেই সময় ভিন্ন চিত্র দেখা গেল বসিরহাটের পিফা পঞ্চায়েতে। এদিন ১৯৪ জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে গোলাপ ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হল। পাশাপাশি ওই ঘরের টাকা কি ভাবে সে নিতে পারবে, কিভাবে টাকা পাবে ,কি কি নিয়ম রয়েছে সেই সব বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিফা পঞ্চায়েতের সেক্রেটারি ইউসুফ আলী ফকির, প্রধান মন্দিরা সাহা, উপ প্রধান আলমগীর মন্ডল, পঞ্চায়েত অঞ্চল সভাপতি আব্দার রহমান মন্ডল সহ একাধিক বিশিষ্টজনেরা। উল্লেখ্য ২০১৮ সালে - ১৭৭৯ জনের মধ্যে সার্ভে করা হয়, তার মধ্যে ১৬০০ জনের ঘর মঞ্জুর হয়। ১৭৯ জনের পাকা বাড়ির জন্য ঘর আসেনি তাদের।প্রথম কিস্তিতে ১৬০০ জনের মধ্যে ঘর পেয়েছে ১৯৪ জন।তাই তাদের বরণ করে নিয়ে বিশেষ বার্তা দেওয়া হল। এদিন পঞ্চায়েত সেক্রেটারি ইউসুফ আলী ফকির বলেন, আজকে ঘর নিয়ে বিভিন্ন জায়গায় সমশ্যা তৈরি হয়েছে। সেই সমস্যার সমাধান করার জন্য ১৯৪ জন ঘর পেয়েছে আবাস প্লাসের। তাদের ফুল দিয়ে ঘরের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়।নব্বই দিনের মধ্যে ঘর রেডি করতে হবে।যারা রেডি করবে না । তারা ঘর পাবেননা। সেই কারণেই আমরা আপনাদের ডেকেছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct