আপনজন ডেস্ক: বছরের শুরুতেই বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস । সম্প্রতি এই সংস্থার প্রধান ক্রিস কেম্পজিনস্কিগ কর্মীদের এ নিয়ে সতর্ক করেছেন। তাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, আমরা একই ধরনের সমস্যা বারবার সমাধানের চেষ্টা করছি। তবে সবসময় আইডিয়াগুলো শেয়ার করা যায় না। আসলে এপ্রিল মাসের মধ্যে করপোরেট কর্মীদের চাকরির বিষয়টি পুন:বিবেচনা করা হবে। যদিও এ ধরনের আলোচনা তার কাছে বেশ কঠিনই। ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী চলতি বছর কয়েকটি প্রজেক্ট বন্ধ করার পরিকল্পনা জানিয়ে বলেন, এর ফলে আমাদের বৈশ্বিকভাবে অনেক খরচ কমবে। যা প্রতিষ্ঠানটিকে দ্রুতগতিতে চলতে সাহায্য করবে। এর ফলে আগামীদিনে তারা কোন কোন প্রজেক্ট বন্ধ করছে এবং কেমন ছাঁটাই হতে পারে এ সংক্রান্ত পরিষ্কার কোনো তথ্যই দেয়নি।উল্লেখ্য, ম্যাকডোনাল্ডসের অধীনে প্রায় ২ লাখ কর্মী কর্মরত রয়েছে। যার ৭৫ শতাংশই আমেরিকার বাইরে কাজ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct