আপনজন ডেস্ক: ‘মন রে কৃষিকাজ জানো না…’, গানটি এখন সবার মুখে মুখে। শ্রীজাতের পরিচালনায় প্রথম সিনেমা ‘মানবজমিন’-এর গান এটি। গেয়েছেন বলিউডের অন্যতম বড় গায়ক অরিজিৎ সিং। এখন শোনা যাচ্ছে, সেই গান রেকর্ডের নেপথ্যেই রয়েছে অরিজিতের এক মানবতার গল্প। যেটা জানালেন খৌদ ছবির পরিচালক শ্রীজাত। তিনি বলেন, এই গান গাওয়ার জন্য অরিজিৎ নাকি ১ টাকাও নিতে চাননি। বহু জোরাজুরির পর পারিশ্রমিক নিলেও সেই টাকার পুরোটাই দান করে দেন বাচ্চাদের স্কুলের উন্নয়নে। গানটা রেকর্ড করার পর আমি যখন অরিজিতের কাছে পারিশ্রমিকের বিষয়ে জানতে চাই। ও বলল, আমি তোমার থেকে কোনো টাকা নেব না। আমি পাল্টা জোরাজুরি করে বলি নিতে তো হবেই। এরপরই ও বলল, আচ্ছা তাহলে এক কাজ করো। আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তো যাব, তখন তুমি আমাকে ১১ টাকা দিও।’এরপর শ্রীজাত জানান, এর মিউজিক রাইটস কিনছে সোনি এন্টারটেইনমেন্ট। অরিজিৎ জানান, কন্ট্রাক্টে বলা যাবে না যে ১১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই গানটি রেকর্ড করেছেন। তখন তিনি শ্রীজাতকে জানান, তিনি বাচ্চাদের যে স্কুলটি চালান, যা টাকা দেওয়ার সেখানেই যেন পুরোটা দেওয়া হয়। বাচ্চাগুলোর অন্তত পূজার জামা হয়ে যাবে। অরিজিতের মুখ থেকে একথা শুনে আপ্লুত হন শ্রীজাত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct