আপনজন ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের সম্প্রতি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ সফরের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছে, পরিষদ স্থিতাবস্থা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে, তবে বেন গাভিরের সফরের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি যদিও এ সফরকে ‘অভূতপূর্ণ উসকানি’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি নেতারা, মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ, অন্যদিকে ইহুদি ধর্মেও এই স্থানটি পবিত্র, তবে কয়েক দশক ধরে চলে আসা স্থিতাবস্থায় শুধু মুসলিমরা এখানে প্রার্থনার সুযোগ পায়।ইসরায়েলের উগ্র ডানপন্থীরা দীর্ঘদিন ধরে এ স্থিতাবস্থা পরিবর্তন করে আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার সুযোগ তৈরির চেষ্টা করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct