আপনজন ডেস্ক: পাকিস্তানে সন্ত্রাসী হামলা ঠেকানোর আগাম পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই দেশটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহত হয়েছে, নিহতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের কমান্ডার এবং আত্মঘাতী ‘জঙ্গি’ও রয়েছে, গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এ অভিযান চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওয়ানা শহরে টিটিপি জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct