নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: চলতি জানুয়ারি মাসে মেঘালয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যে জনসংযোগের উদ্দেশে তৃণমূল নেত্রী এই সফরে যেতে পারেন বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৭ জানুয়ারি দু’দিনের মেঘালয় সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরের বিষয়ে দলের তৃণমূল সুপ্রিমোর তরফে এখনও সিলমোহর পড়েনি। ২০২৩ সালে মেঘালয় ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই দুই রাজ্যে কোমর বেঁধে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য মেঘালয়ে বর্তমানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে ভালো লড়াই দিতে পারলে ক্ষমতায় চলে আসা কঠিন নয় তৃণমূল কংগ্রেসের। তাই নির্বাচনকে পাখির চোখ করে সে রাজ্যে জনসংযোগ বাড়াতে চাইছেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে মেঘালয়ে প্রচারে গিয়েছিলেন মমতা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরে গিয়ে মেঘালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মেঘালয়ের মানুষকে তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মেঘালয়ের মহিলাদের জন্য চালু করবেন তিনি। সেখানে মহিলাদের মাসে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সফরের সময় মেঘালয়ের তৃণমূলের সভাপতি চার্লস পাইনগ্রোপ এবং দলের নেতা মুকুল সাংমা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানুয়ারি মাসে আবার সেখানে যাওয়ার অনুরোধ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct