রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মুড্ডা গ্ৰামে বুধবার গ্রামবাসীদের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয়েছিল ড্রেন তৈরির কাজ গ্রামবাসীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী ও চরম গাফিলতি হচ্ছিল। তাই সঠিক দ্রব্য কাজে লাগিয়ে ড্রেন তৈরির দাবিতে এদিন গ্রামের একাংশ বাসিন্দা বিক্ষোভ করেন এবং কাজ বন্ধ করেদেন। উল্লেখ্য গ্রামবাসীদের বিক্ষোভ জেরে প্রথমে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় তৃণমূল পরিচালিত খর্জনা গ্রাম পঞ্চায়েত। নিম্নমানের সমগ্রেহী দিয়ে তৈরি করা হচ্ছিল ড্রেন তাই গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ এবং ভোট বয়কটের ডাক দিতেই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ এবং স্থানীয় নেতৃত্ব। প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের খর্জুনা গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড্ডা গ্রামের ১০৫ মিটার ড্রন নির্মাণের বরাদ্দ হয়েছিল ৫ লক্ষ ৮৫ হাজার টাকা। গ্রামবাসীরা অভিযোগ করেন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। সিডুল কিংবা সাইনবোর্ড দেখতে চাইলে তা দেখাতে চাইনি যার ফলে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসী। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ এবং তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সরকারি বরাদ্দ যে টাকা সিডিউল হিসেবে কাজ শুরু করতে বলা হয়। গ্রামবাসী আব্দুল হামিদ বলেন ‘ প্রথমে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল, তাই আমরা সেই কাজ বন্ধ করে দিই। সিডিউল দেখাতে বলা হয়েছিল, কিন্তু দেখায়নি। এই বিষয়ে বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন,দুর্নীতির সঙ্গে কোন আপস নেই। সরকারি নিয়ম মেনে কাজ হবে। কেউ নির্দেশ অমান্য করলে ছাড় পাবে না। বৃহস্পতিবার থেকে ফের ভাল সামগ্রী দিয়ে কাজ শুরু হয়েছে এবং সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct