এম মেহেদী সানি, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া-২ বিডিও কার্যালয়ে বৃহষ্পতিবার একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’- এর অশোকনগর বিধানসভা কমিটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণ, একশো দিনের কাজের পাওনা টাকা সহ নয় দফা দাবিতে ওই স্মারকলিপি প্রদান করে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।’স্মারকলিপি প্রদান কর্মসূচি সংশ্লিষ্ট এক প্রেস বিবৃতিতে আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তৃণমূল কংগ্রেসের বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, ‘গ্রামের খেটে খাওয়া মেহনতী গরিব মানুষের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে না, অথচ স্বজনপোষণ করে তৃণমূল সমর্থকদের নাম ঢোকানো হয়েছে যারা আদেও তালিকায় আসতে পারেন না। শান্তিপূর্ণভাবে এখানে স্মারকলিপি দেওয়া হল। এরপরও যদি আবাস যোজনায় দুর্নীতি চলে তাহলে বিডিও কার্যালয়ের সামনে আইএসএফ লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হবে’ বলে তিনি হুঁশিয়ারি দেন। নওশাদ সিদ্দিকী আরও বলেন ‘প্রয়োজনে আদালতেও যাওয়া হবে, আইএসএফ সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করতে ময়দানে নেমেছে। সাংবিধানিক গণতন্ত্রের প্রসারের জন্য লড়াই করছে। পাশাপাশি মানুষকেও দায়িত্বশীল নাগরিক হতে হবে’ বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান সেকুলার ফন্ট’-এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি তাপস ব্যানার্জি, যুগ্ম সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহী প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ও রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন জেলায় সভা করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct