মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের চাকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর হাই স্কুল সংলগ্ন স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন উপলক্ষে ৫ জানুয়ারি জন্মদিন সাড়ম্বরে পালন করা হয়। এ উপলক্ষে এদিন চাকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ৫০ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে ফাইবারের স্বচ্ছ ক্লিপবোর্ড, কলম, ফুল তুলে দেওয়া হয়। এছাড়া শতাধিক দুঃস্থকে শীত বস্ত্র তু দেওয়া হয়। উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, মিলন দেবনাথ, আইনুজ্জামান, মৌমিতা কাহার,বাগবুল ইসলাম প্রমুখ। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মমতার জন্মদিন পালিত হয় কেক কেটে।
দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, বি ডি ও সুব্রত মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা,বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা,পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা,বি ডি ও অফিসের বিভিন্ন বিভাগের কর্মী সহ বিশিষ্টজনেরা।মফিদুল হক সাহাজি বলেন,যিনি বাংলার নবরূপকার, আমাদের কান্ডারী, পথপ্রদর্শক,মানুষ যাঁর উপর নির্ভয়ে ভরসা রাখেন সেই মানুষটি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আজ তাঁর জন্মদিন আমরা পালন করলাম।আমরা চাই তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে চলেছেন সেভাবেই কাজ করে এগিয়ে চলুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct