সুব্রত রায়, গঙ্গাসাগর, আপনজন: ১০০দিনের কাজে রাজ্যের পাওনা বকেয়া টাকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। একাধিকবার আবেদন করা সত্ত্বেও টাকা না দেওয়ায় এদিন জোরালোভাবে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেন্দ্র কোনও দয়া করছে না বলেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘গরীব মানুষগুলো কাজ করেছে। দীর্ঘ দিন ধরে তাদের বকেয়া বাকি আছে। এটা ভাববেন না কেন্দ্র কোনও দয়া করছে। এখান থেকে কেন্দ্রীয় সরকার জিএসটি তুলে নিয়ে যায়। জিএসটি মানে সব সেন্ট্রাল ট্যাক্স। এখন একটাই ট্যাক্স। রাজ্য কোনও ট্যাক্স বসায় না। কেন্দ্র রাজ্য মিলে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কাস্টমস ট্যাক্স থেকে শুরু করে সমস্ত ট্যাক্স নেওয়া হয়। জিএসটির কমপেনসেসন সেটাও আমরা পাইনি। যে ট্যাক্স তুলে নিয়ে যায়, তাতে আমাদের ভাগের যে টাকাটা আমাদের দেয়, এটা দয়া করে না।’ আর কতবার ১০০ দিনের কাজের টাকা চাইতে হবে কেন্দ্রের কাছে, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্ষেত্রে কেন ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন এদিন তিনি।প্রসঙ্গত গত ১৭ ডিসেম্বর নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সঙ্গে বৈঠকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct