অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গোটা রাজ্যের সাথে ২ জানুয়ারি দিনটিকে বই দিবস হিসেবে পালন করলো দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয় গুলি। নতুন বছরে নতুন ক্লাস। সঙ্গে বাড়তি পাওনা নতুন বই। তাই বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা। জানা গিয়েছে, প্রতিবছরের মতো ২০২৩ শিক্ষাবর্ষের শুরুতে ২রা জানুয়ারি দিনটিতে সংরক্ষিত বই দিবস হিসেবে পালনের জন্য জেলা শিক্ষা দফতর থেকে দেওয়া হয়েছিল নির্দেশিকা। বিনামুল্যের সরকারী বইগুলি এই দিনই বিনামুল্যে বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরন করা হবে বলে জানান হয়েছিল বিদ্যালয় গুলিকে। সেইমত বই দিবসে জেলার বিভিন্ন সরকারি ও সরকারী সাহায্য প্রাপ্ত প্রাথমিক ও হাই-স্কুলের পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয়। তবে এবছর শুধু বই দিবস নয় ‘স্টুডেন্ট উইক’ এর অংশ হিসেবে সোমবার প্রত্যেক পড়ুয়ার বাড়তি পাওনা হিসেবে দেওয়া হয় ‘গ্রাজুয়েশন সার্টিফিকেট’।
এদিন কুমারগঞ্জ উত্তরচক্রের অন্তর্গত রাধানগর প্রাথমিক বিদ্যালয় সরে জমিনে গিয়ে লক্ষ্য করা গেল, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা এর উপস্থিতিতে সেখানে চলছে ‘পড়ুয়া সপ্তাহ’ উপলক্ষে নতুন বই বিতরণ ও গ্রাজুয়েশন সার্টিফিকেট বিতরণ। পাশাপাশি প্রত্যেক ক্লাসের নতুন পড়ুয়াদের গোলাপ দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি ‘একটি গাছ, একটি প্রাণ’ এই বার্তাকে সামনে রেখে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেয়া হয় একটি করে চারাগাছ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা ছাড়াও এদিন রাধানগর প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) নারায়ণচন্দ্র পাল, কুমারগঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা চ্যাটার্জী, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোৎস্না ঘোষ, সহকারী সভাপতি আজাদ আলী মন্ডল, বিশিষ্ট শিক্ষক তমাল কর সহ আরো অনেকে। এ বিষয়ে, দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সন্তোষ হাঁসদা জানান, আজ কুমারগঞ্জ উত্তরচক্রের অন্তর্গত রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসেছিলাম। নতুন বই, গ্রাজুয়েশন সার্টিফিকেট এর পাশাপাশি বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের হাতে তুলে দেয়া হয়েছে চারা গাছ। অত্যন্ত ভালো উদ্যোগ। এর ফলে ছাত্রছাত্রীরা আরো বেশি করে উৎসাহিত হবে। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক রাকেশ কুণ্ডু জানান, আমাদের বিদ্যালয়ের প্রত্যেক ক্লাসে নতুন পড়ুয়াদের নতুন পাঠ্য বই ,গ্রাজুয়েশন সার্টিফিকেটের পাশাপাশি গোলাপ ফুল ও চারাগাছ দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি গ্রামীণ পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের বিদ্যালয়ের মুখী করতে ও উৎসাহিত করতে আজ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct