সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: মুরারই ১নং ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকটে ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার।ডেপুটেশনের পূর্বে নতুনবাজার হতে ব্লক অফিস পর্যন্ত একটি সুসজ্জিত বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় দলীয় পতাকা ব্যানার সহকারে।স্থানীয় ব্লক ও জেলা নেতৃত্ব থেকে কয়েকজন প্রতিনিধি বিডিও অফিসে গিয়ে তাদের ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। দাবি গুলোর মধ্যে তুলে ধরা হয় যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে সমস্ত যোগ্য গরীব লোকদের ঘর তৈরির সুযোগ বা বন্দোবস্ত করা। আবাস যোজনার উপভোক্তাদের নামের চুড়ান্ত তালিকা কোন ভিত্তিতে তৈরি করা হয়েছে? উহার জবাব এবং উক্ত তালিকা প্রকাশ্যে আনতে হবে। সমস্ত শ্রমজীবী মানুষদের যাহাদের পরিবার নতুন হয়েছে তাহাদের প্রত্যেক পরিবারের নতুন ভাবে জবকার্ডের ব্যবস্থা গ্রহণ। ১০০ দিনের কাজের প্রকল্পে যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করা। এছাড়াও স্থানীয় খেলার মাঠের বরাদ্দকৃত টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তা জানানো, রাস্তা সংস্কার ইত্যাদির দাবি গুলি তুলে ধরেন ডেপুটেশনের মাধ্যমে। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি মৃণাল কান্তি বসু, সহ-সভাপতি আশিক ইকবাল, রাজ্য যুব কংগ্রেস নেতা মাসিদুল ইসলাম, ব্লক কংগ্রেসের সহ-সভাপতি মফিজুল ইসলাম, ব্লক কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য এই ডেপুটেশনে বিশেষ করে আবাস যোজনা, ১০০ দিনের কাজ এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন বিডিও র। ডেপুটেশনের প্রেক্ষিতে যদি কোনরূপ সমাধান না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন উপস্থিত জাতীয় কংগ্রেসের কর্মীরা অঙ্গীকারবদ্ধ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct