বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একতলায় স্ত্রী রোগ বহির্বিভাগের ঘরে প্রতিদিনই জল ঢুকে যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী থেকে শুরু করে চিকিৎসকরাও। অভিযোগ, হাসপাতালের শৌচালয়ের জল পাইপ দিয়ে এই ঘরে ঢুকছে। জল মেঝেতে থাকায় পিচ্ছিল হয়ে যাচ্ছে। এতে রোগীদের পড়ে চোট লাগার সম্ভাবনাও থাকছে। রোগীর পরিবারের তরফে হাসপাতালের সুপারের কাছে অভিযোগও দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের বাস্তুকারের কাছে জানানোও হয়েছে। কিন্তু তাঁদের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে কাজের জন্য লোক নেই। আমাদের লোকজনদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিনিয়ত রোগীদের ভিড় লেগেই থাকে। শুধু বারুইপুর নয়, জয়নগর, সুন্দরবনের কুলতলি, মৈপীঠ, ভাঙড়, সোনারপুর, মগরাহাট, বিষ্ণুপুর থেকেও রোগীদের নির্ভর করতে হয় এই হাসপাতালের উপরেই। এই হাসপাতালের যাবতীয় মেনটেন্সের কাজ দেখাশোনা করে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের বাস্তুকাররা। একতলায় স্ত্রী রোগ বহির্বিভাগের পাশেই আছে শৌচালয়। শুক্রবার বেলা গড়াতেই জল ঢুকতে শুরু করে বহির্বিভাগের ঘরে। তখন রোগীদের ভিড়। জলের উপর পা ভিজিয়েই রোগীদের দাঁড়াতে হয়। এমনকী, নার্স ও চিকিৎসকদের কাজ করতে অসুবিধায় পড়তে হয়। এক রোগী বলেন, একে ঠাণ্ডার সময়, তার উপরে জলে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ঘরের টেবিলের নিচেও জল ঢুকে গিয়েছিল। পরে পরিস্থিতি বেগতিক হলে হাসপাতালের লোকজন তড়িঘড়ি এসে সেই জল বের করে দেয়। এক চিকিৎসক বলেন, ওই মেনটেন্সের দপ্তর কে ফোন করা হলেও বাস্তুকারদের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। যদি ওদের লোক না থাকে তবে হাসপাতালের কল খারাপ হলে, প্লাস্টার খসে পড়লে, জলের পাইপ লিক করলে কে দেখবে? এতে তো প্রতিদিনই অসুবিধায় পড়তে হবে রোগীদেরও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct