আপনজন ডেস্ক: হৃদপিন্ড পরীক্ষার যন্ত্র তৈরি এবার শুরু হল কলকাতার বুকে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কলকাতা মেডিক্যাল কলেজে স্থাপিত হয় আঞ্চলিক জেরিয়াট্রিক কেন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয় ও সেই কেন্দ্র এবার যৌথভাবে হৃদপিন্ডের স্পন্দন সংক্রান্ত রোগ পরীক্ষার যন্ত্র তৈরি করা শুরু করল। এর পাশাপাশি কেন্দ্রটিতে বয়স্কদের স্বাস্থ্যবিষয়ক গবেষণাও শুরু করা হবে। বয়স্কদের চিকিৎসা আরও উন্নত করার লক্ষ্যেই মূলত হাত মিলিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা মেডিক্যাল কলেজের আঞ্চলিক জেরিয়াট্রিক কেন্দ্র। এই বিশেষ প্রকল্পে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজাবাজার সায়েন্স কলেজের অ্যাপ্লায়েড ফিজিক্স বিভাগের শিক্ষক রাজর্ষি গুপ্ত, রেডিয়ো ফিজিক্স বিভাগের শিক্ষিকা সুমিত্রা মুখোপাধ্যায় এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক হিমাদ্রি দাস। হৃদপিন্ডের স্পন্দনজনিত সমস্যা বা অ্যারিথমিয়া বয়স্কদের একটি স্বাভাবিক সমস্যা। এই সমস্যা নির্ণয়ে বর্তমানে হল্টার রেকর্ডের সাহায্য নেওয়া হয়। এটি যেমন সময়সাপেক্ষ, তেমনই খরচবহুল। সবার পক্ষে এই চিকিৎসার ভার বহন করাও মুশকিল হয়। তাই চিকিৎসা বয়স্কদের আয়ত্তে আনতেই এই প্রচেষ্টার শুরু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct