আপনজন ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। সে সংকট এখন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, সে দেশের সাধারণ নাগরিক লম্বা বেলুনের মতো প্লাস্টিকের ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে রান্নার গ্যাস। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার বিক্রেতারা কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগগুলোতে গ্যাস ভরছেন। এক একটি ব্যাগে প্রায় তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। এ গ্যাস ভরতে সময় লাগে এক ঘণ্টারও বেশি। আসলে সিলিন্ডারসহ গ্যাসের দাম অনেক হওয়ায় পাকিস্তানের জনগণ এখন তাদের রান্নার গ্যাসের প্রয়োজনীয়তা মেটাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন। এছাড়া, গ্যাস সিলিন্ডারের মজুত কমে যাওয়ায় এর একটি অন্যতম কারণ। যদিও এভাবে পলিথিনে ভরে গ্যাস বিক্রি মোটেই নিরাপদ নয়। গ্যাসভর্তি প্রতিটি পলিথিন মারাত্মক বোমার সমান। এগুলো ফেটে গেলে মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। পাকিস্তান সরকার নাকি ২০০৭ সাল থেকে খাইবার পাখতুনখোয়ায় রান্না করা গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে। বিশেষ করে হাঙ্গু শহরের বাসিন্দারা গত দুই বছর পাইপলাইন খারাপ থাকায় গ্যাস পাচ্ছেন না। ২০২০ সালে খাইবার পাখতুনখোয়া ক্ষেত্র থেকে প্রায় ৮৫ ব্যারেল তেল ও ৬৪ হাজার ৯৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল। এর পরও মানুষ ৫০০ থেকে ৯০০ টাকায় প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে, কারণ একটি বাণিজ্যিক সিলিন্ডারসহ গ্যাস কিনতে গেলে দাম প্রায় ১০ হাজার পাকিস্তানি রুপি পড়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct