সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: জেলার ব্ল্যাক স্পটগুলিতে পরপর ঘটে যাওয়া দুর্ঘটনাকে এড়াতে এবার ট্রাফিক সিগনাল এর আনুষ্ঠানিক উদ্বোধন জেলা পুলিশের। বাঁকুড়া জেলার বিভিন্ন ব্ল্যাকস্পট চিহ্নিতকরণ করার পরই নড়েচড়ে বসে ছিল জেলা পুলিশ। পরবর্তীতে যাতে কোন মায়ের কোল আর খালি না হয়ে যায় তার জন্য আলোচনার ভিত্তিতে প্রত্যেকটি ব্ল্যাকস্পটে সিসিটিভি ফুটেজের সাথে সিগনাল ব্যবস্থাকে আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। সংশ্লিষ্ট সেই ব্ল্যাকস্পট গুলি যথা ধলডাঙ্গা মোড়, পোয়াবাগান,হেভি মোড়, বড়জোড়া সমেত সব জায়গা গুলিতে সিসিটিভি সহ ট্রাফিক সিগনালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। পুলিশ সুপার জানান, জেলায় মোট ২৮ টি ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ হয়েছে। সেখানে ট্রাফিক সিগনাল আঁটোসাঁটো করে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবে জেলা পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct