নিউজিল্যান্ডের উঠতি ক্রিকেটার স্কট কুখেলাইন। এদিন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেললেন। কেরিয়ারের শুরুতেই তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছে নানা বিতর্ক। স্কট কুখেলাইন নামে এই ক্রিকেটার গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৩৭ রান দিয়ে দুই উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কুখেলাইনের ছেলে তিনি। চেন্নাই সুপার কিংস তাঁকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির পরিবতে দলে নেয়। কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, তাঁরা এমন এক জনকে খুঁজছিলেন, যিনি পেসার এবং দক্ষ অলরাউন্ডার। এ ছাড়াও উচ্চতার জন্যও দলে জায়গা করে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে দু’টি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি খেলা এই ২৭ বছরের ক্রিকেটারের জীবনে ঝড় নেমে এসেছিল ২০১৫ সাল নাগাদ। যৌন হেনস্থার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অকল্যান্ডে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্কটকে তাড়া করেছিল #মিটু বিতর্ক। যদিও ২০১৭ সালে আদালত জানায়, কুখেলাইন ধর্ষণে জড়িত নয়।