রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার পাওয়া সামসেরগঞ্জের কৃতি আজমীরা খাতুনের মৃত্যু। রবিবার মধ্যরাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজমিরা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২৩ বছর। সন্তান প্রসব করতে গিয়েই মৃত্যু হয় তার। আজমিরা খাতুনের মতো একজন কৃতি মেয়ের মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রাম। কন্যাশ্রী যোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, ওসি বিজন রায়, বসিরহাটের বিডিও জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার।
উল্লেখ করা যেতে পারে, নবম শ্রেণীতে পড়াশুনা চলাকালীন প্রশাসনকে ফোন করে নিজের বিয়ে নিজেই বন্ধ করে করে সকলের নজরে এসেছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামের বিড়ি শ্রমিক ঘরের মেয়ে আজমিরা খাতুন। শুধু নিজের বিয়ে বন্ধই নয় , কমবয়সে বিবাহে উদ্যত হওয়া প্রতিবেশী স্কুল ছাত্রী থেকে শুরু করে বন্ধু বান্ধবী সকলের বিয়ের বিরুদ্ধে গন সচেতনতা গড়ে তুলে সকলের মন জয় করেছিল সে। মেয়েরাও যে পড়াশুনা করার পাশাপাশি হাতের কাজ শিখতে পেরে স্বনির্ভর হতে পারে তা নিজেই সেলাই মেশিনে কাজ শিখে সকলকে পথ দেখিয়ে দিয়েছিলেন আজমিরা। মিডিয়ার মাধ্যমে তা জানতে পেরে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহরমপুরে এসে তার হাতে পুরস্কার স্বরূপ ল্যাপটপ প্রদান করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সংবর্ধনা পাওয়ার পর থেকেই কার্যত অনুপ্রাণিত হয়ে উঠেন আজমিরা। সামসেরগঞ্জ ব্লকের কন্যাশ্রী যোদ্ধা করা হয় আজমিরা খাতুনকে। ব্লকের সব অনুষ্ঠানেই দেখা যেতো তাকে। বেশ কিছুদিন আগেই ধূলিয়ানে তার বিয়ে হয়। রবিবার রাতেই জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজমিরা খাতুনের। এদিকে আজমিরা খাতুনের মৃত্যুর খবর পেয়েই সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে ছুটে আসেন সামসেরগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোহেল আহমেদ, যুব তৃণমূলের সহ সভাপতি আসিফ ইকবাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct