সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গ্রামীণ ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং গ্রামের যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে মঙ্গলবার বীরভূমের মল্লারপুরে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক লেভেল স্পোর্টস মিট - নামক কর্মসূচি। ইতিপূর্বে জেলার ৯ টি ব্লকের স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয় গ্রামীণ প্রতিযোগীদের নিয়ে ব্লক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। সেখান থেকে উঠে আসা বিজয়ী ও বিজিত দলের প্রতিযোগিদের নিয়েই ২-৩ জানুয়ারী মল্লারপুর হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয় জেলা স্তরের প্রতিযোগিতা। নেহেরু যুব কেন্দ্র, বীরভূম এর উদ্যোগে, “মল্লারপুর নঈসুভা” স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের খেলা গুলো অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, বীরভূম জেলা পরিষদের কো- মেন্টর ধীরেন্দ্রনাথ ব্যানার্জি, নঈসুভা সংস্থার সম্পাদক সাধন সিনহা সহ শিক্ষকবৃন্দ ও জেলার ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্বরা।চুড়ান্ত পর্যায়ের ফুটবল খেলায় ইলামবাজার ব্লকের ‘কামারপাড়া আদিবাসী মা মনসা ক্লাব’ উইনার্স এবং নানুর ব্লক রানার্স হিসেবে ঘোষিত হয়। ভলিবলে ইলামবাজার ব্লকের “আকম্বা তুফান সংঘ” উইনার্স এবং নলহাটি-২ ব্লক রানার্স ট্রফি ঘোষিত হয়। তাছাড়া অন্যান্য ইভেন্টে সফল প্রতিযোগিদের হাতে শংসাপত্র, মেডেল,পুরস্কার তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct