অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘পুলিশ না থাকলে একরাত্রেই পিসিমণি ও ভাইপোমনি দুজনেই হাওয়া হয়ে যাবেন’। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মিছিল এবং জনসভা ছিল বিজেপির। সেখানেই নাম না করে এভাবেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার ডাকে, জেলা শাসকের অফিসে সামনে বালুরঘাটে দুপুর তিনটে নাগাদ বিজেপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন বোস, বিধায়ক তথা রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ প্রমুখ। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, সংসদ খগেন মুর্মুসহ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা।
এদিনের বিক্ষোভ সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা জানেন ২০২১ সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের সরকার শপথ নিয়েছে; যা দেড় বছরের বেশি সময় অতিক্রান্ত। এই সময় কালের মধ্যেই রাজ্য দেখেছে, নিয়োগ দুর্নীতি। স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি আর কোথাও হয়নি। কোন প্রদেশে হয়নি, যা পশ্চিমবঙ্গে হয়েছে। আপনারা দেখেছেন সেই রামপুরহাটের বাগডুই, হাঁসখালি থেকে ময়নাগুড়ি হয়ে গোটা রাজ্য জুড়ে নারকীয় অত্যাচারের ঘটনা ঘটেছে। নারী নির্যাতন, তপশিলি জাতি উপজাতিদের উপরে চরম অত্যাচার, সংখ্যালঘু মহিলাদের পুড়িয়ে মারার মতো ঘটনা।’ শুভেন্দু আরো বলেন, ‘আপনারা দেখেছেন, এই রাজ্যে গত দেড় বছরে একটাও শিল্প আসেনি। না কোন বাণিজ্যিক পরিবেশ তৈরি হয়েছে। এই রাজ্যকে কার্যত জঙ্গলে রাজত্বে পরিণত করেছেন পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি।’পাশাপাশি বামেদেরও আক্রমণ শানেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘২০১১ সালে হেরে ধুক ধুক ধুক ধুক করতে করতে ২০১৬ পর্যন্ত বামফ্রন্ট ছিল।২০১৬’র পরে বামফ্রন্ট ভেনিস হয়ে গেছে।আর পুলিশ না থাকলে একরাত্রে পিসিমণি ও ভাইপোমনি দুজনেই হাওয়া হয়ে যাবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct