আপনজন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮১ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে জাপানেই মারা গিয়েছে ২০৮ জন। এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭৩০ জন। এরমধ্যে জাপানে মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৬৪ জনের। এর মাধ্যমে করোনা শনাক্ত ও মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জাপান। এর ফলে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনে। করোনা শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ১৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গিয়েছে এ সব তথ্য। তাদের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫২ জনে। তাদের মধ্যে মারা গিয়েছে ১১ লাখ ১৮ হাজার ৪৭৮ জন। ফ্রান্সে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। দেশটিতে এসময়ে করোনা শনাক্ত হয়েছে ২২৪৬ জনের। ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৩ জন, রাশিয়ায় ৪৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৩ জন, তাইওয়ানে ২৬ জন এবং হংকংয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct