সুব্রত রায়, কলকাতা, আপনজন: প্রশাসনিক ও রাজনৈতিক দায়িত্ব সামলেও সময় বের করে নিয়মিত শিল্প ও সাহিত্যচর্চায় ব্যস্ত থাকেন মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে তাঁর শতাধিক কাব্যগ্রন্থ ও নিবন্ধপত্র প্রকাশিত হয়েছে। বইমেলায় তাঁর বই অবলীলাক্রমে ঠাঁই করে নিয়েছে বেস্ট সেলারের ভূমিকায়। এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের কবিতা সংকলন ‘কবিতা বিতান’ এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়। আজ মঙ্গলবার দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায়।চলতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯০০টি কবিতা নিয়ে প্রকাশিত ‘কবিতা বিতান’কে পুরস্কৃত করেছিল বাংলা আকাদেমি। যদিও ওই পুরস্কার প্রথমে নিতে চাননি বাংলার প্রশাসনিক প্রধান। পরে বাংলা আকাদেমির আধিকারিকদের জোরাজুরিতে ওই পুরস্কার গ্রহণ করেন। তা নিয়ে অবশ্য সমালোচনাও করেছিল বিজেপি ও সিপিএম নেতারা এবং দুই দলের ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা।আসন্ন কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হচ্ছে স্পেন। তা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে রয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তারা। এদিন স্পেনের রাষ্ট্রদূতকে পাশে নিয়ে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, আসন্ন বইমেলায় স্প্যানিশ সাহিত্যের সম্ভার যেমন থাকবে তেমনই স্প্যানিশ চলচ্চিত্রের আলাদা একটি ফেস্টিভ্যালও হবে। সপ্তদশ শতাব্দীর প্রচীন কিছু পুঁথি ও পাণ্ডুলিপি-সহ একাধিক পুরাতাত্ত্বিক বিষয় নিয়ে প্রদর্শনীর আয়োজন করবে এশিয়াটিক সোসাইটি। বইমেলায় বাংলাদেশের ৭১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তাছাড়া কলকাতা বইমেলায় প্রথমবারের জন্য অংশ নিচ্ছে থাইল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct