সুব্রত রায়, কলকাতা, আপনজন: কথা ছিল বঙ্গ সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দেবেন পুজো এবং করবেন সভা। তার আগে বাংলায় সফরে আসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা’র । সেই মত প্রস্তুতিও নিয়েছিল বঙ্গ বিজেপি। তবে শাহ এবং নাড্ডা দু’জনেরই সফর বাতিল হয়েছে। আর তাতেই হতাশ বঙ্গ বিজেপি।আগামী ১৭ জানুয়ারি বীরভূমে সভা করার কথা ছিল অমিত শাহর। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পরে সিউড়িতে সভা করার কথা ছিল তাঁর। বাংলার বিজেপি নেতৃত্বের একাংশ সূত্রে জানা গিয়েছিল, সিউড়ি সহ আরও একটি জায়গায় সভা হবে বলে ঠিক হয়েছিল। মনে করা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের আগে এতে অক্সিজেন পাবে বাংলার পদ্মশিবির। তবে আপাতত স্থগিত থাকল সেই ‘অক্সিজেন’।গত সোমবার বিকেলে সিউড়িতে সভাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন হুগলী’র বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে ওই রাতেই বঙ্গ পদ্মশিবির জানতে পারে, পশ্চিমবঙ্গে সভা ও সফর করছেন না অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতি বৈঠক আছে। তাই স্থগিত করা হয়েছে বীরভূম সফর। আর এতেই মুষড়ে পড়েছে বাংলা’র ‘রামভক্ত’রা। বিশেষ সূত্রে খবর, আগামী ৭-৮ জানুয়ারি বাংলায় সফরের কথা ছিল বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তবে সেই সফরও বাতিল করা হয়েছে। কেন বাতিল, তা জানা যায়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি বাংলা থেকে কোনও আশাই দেখছেন না কেন্দ্র বিজেপি? না কি বঙ্গ বিজেপি নেতৃত্বের অন্তর্দ্বন্দ্বে ক্ষুব্ধ কেন্দ্র নেতৃত্ব?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct