নকিবউদ্দীন গাজী, নামখানা, আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল টীম জাহাজ ডুবির চর থেকে চুরি করা জাহাজের কাটা অংশ বাজেয়াপ্ত সহ আটজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায় এই আটজনের বাড়ি ফ্রেজারগঞ্জ থানা এবং নামখানা থানায় এলাকায়। দীর্ঘদিন ধরে জাহাজ ডুবির চড় থেকে যে দুই থেকে তিনটি জাহাজ ডুবেছিল সেই জাহাজের পার্টস সহ অন্যান্য যন্ত্রাংশ কেটে গোপনে বিক্রি হচ্ছিল। আর সেই খবর গোপন সূত্রে খবর পাবার পরই এদেরকে গ্রেফতার করে এবং জিনিসগুলি উদ্ধারের পাশাপাশি আটজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। পুলিশ সূত্রে খবর এই জিনিসগুলি খিদিরপুরে বিক্রি হচ্ছিল। এই খবর পুলিশের কাছে এসে পৌছাতে ফ্রেজারগঞ্জ সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল ফোর্স পাশাপাশি ফ্রেজালগঞ্জ থানার ওসি শুভেন্দু দাস তত্ত্বাবধানে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। অভিযুক্তদের আজকের কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদার আদালতে তোলা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct