জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হলো বিদ্যালয়ে। পাশাপাশি বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন নিষিদ্ধ করা হয় বিদ্যালয় কতৃপক্ষের তরফ থেকে। এমনটাই জানালেন পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান। তিনি সোমবার বিদ্যালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, ছাত্র-ছাত্রী তথা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিবাস এবং বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী সংরক্ষণ ইত্যাদির কথা মাথায় রেখে সার্বিক নিরাপত্তা হিসেবে বিদ্যালয় কতৃপক্ষের এই সিদ্ধান্ত। তাছাড়া ছাত্র-ছাত্রীদের বই মুখী করে তোলার লক্ষ্যে এবং পড়ুয়াদের মধ্যে নিয়মাণুবর্তীতা বজায় রাখতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় চত্বরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এই সব বিষয়গুলি নিয়ে গত শনিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ। আলোচনাতে ভালোই সাড়া পাওয়া গেছে অভিবাবকদের কাছ থেকে বলে জানা যায়। এই পদক্ষেপগুলি ছাত্র-ছাত্রী তথা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct