নিজস্ব প্রতিবেদক, নিউটাউন, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি প্রকল্পের ধারাকে অক্ষুণ্ণ রেখে রাজ্য শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশিকা মত স্টুডেন্ট উইক ও বুক ডে’ পালিত হচ্ছে। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানারকম সৃজনশীল কর্মসূচি রুপায়িত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই কর্মসূচি লক্ষ্য করা গেছে। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়-২ ব্লকের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলা সরদার এর উপস্থিতি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় এইসব কর্মসূচি পালিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct