আপনজন ডেস্ক: সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল একটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি প্রকাশ করেছে। ছবিটির ক্যাপশনে নাসা সূর্যকে আখ্যা দিয়েছে ‘হলুদ বামন’ বা ‘ইয়েলো ডোয়ার্ফ’ হিসেবে। সূর্যের ছবির ওই ক্যাপশনে নাসা হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, ‘যে তারা রয়েছে বলেই এসব সম্ভব হয়েছে। সেই সূর্য থেকে ১৫ লাখ কোটি কিলোমিটার দূরের পৃথিবী নতুন কক্ষপথে প্রবেশ করেছে। সেই পৃথিবী থেকে হ্যাপি নিউ ইয়ার।’নাসা লিখেছে, ‘মহাজাগতিকভাবে মধ্যবয়সী এবং একটি হলুদ বামন শ্রেণির সূর্যের গতিশীল এবং সদা পরিবর্তনশীল প্রকৃতি ক্রমাগত সৌরজগতে শক্তি প্রেরণ করে। ক্যাপশনে আরো লেখা হয়েছে, ‘একঝাঁক মহাকাশ যান সবসময়ই সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে, যা পদার্থবিজ্ঞানের সূর্য সংক্রান্ত শাখা হেলিওফিজিক্সের নতুন নতুন জ্ঞান যুক্ত করে চলেছে। এমন একটি পর্যবেক্ষক মহাকাশযান সোলার ডাইনামিক অবজারভেটরি (এসডিও) থেকেই এই ছবিটি তোলা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct