রাকিবুল ইসলাম, দৌলতাবাদ, আপনজন: মাস্টার ডিগ্রী পাশ করার পরেই বাবা আমি চাকরি পেয়ে যাব, তোমাকে আর কষ্ট করতে হবে না। বাবাকে ফোন করলেই এই কথাটাই বলতেন সাকিল। বছরের প্রথম দিনেই কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া এক গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল আহমেদ। যা নিয়ে তোলপাড় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চত্বর। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার ওমাস্তির দাবিতে পথে নামেন তার সহপাঠীরা। মুর্শিদাবাদের দৌলতাবাদের ধনাইপুর এলাকার বাসিন্দা শাকিল আহমেদে অকাল মৃুত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। জানা যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়ানোর সময়েই গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে সাকিল। রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ধানাইপুরের বাড়িতে শাকিলের মৃত্যু সংবাদ আসতেই কান্নায় ভেঙে পড়েন বাবা মা পরিবার পরিজনরা। প্রথম থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র সাকিল। বাবা আবদুস সামাদ চাষবাদ করে অভাবের সংসারে অত্যন্ত কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন ছিল ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু রবিবার ফোনে ছেলের মৃত্যু সংবাদ পেতেই সবকিছু উলোটপালট হয়ে যায় শাকিলের পরিবারের। কান্নায় ভেঙে পড়েন বাবা মা সহ পরিবারের সকলেই। শাকিলকে শেষবারের মত দেখতে অধীর অপেক্ষায় পরিবার ও প্রতিবেশীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct