আপনজন ডেস্ক: বিরাট কোহলির পর ভারতকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে তার নামডাক আছে আরো আগে থেকেই। কিন্তু সাম্প্রতিক সময়ে রোহিতের ফর্ম এবং অধিনায়কত্ব দুটোই প্রশ্নের মুখে পড়ে গেছে। গত কয়েক দিনে কিছু ভারতীয় মিডিয়া দাবি করেছে, টেস্ট আর ওয়ানডে নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া হতে পারে। এর বিপরীত তথ্যও প্রকাশ করেছে আরো কিছু সংবাদমাধ্যম।
বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আপাতত টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে রোহিতের অধিনায়কত্ব যাওয়া নিয়ে কোনো আশঙ্কা নেই। কারণ অধিনায়ক রোহিতের পারফরম্যান্সে বিসিসিআই আপাতত খুশি। বাংলাদেশ সফরের পর মুম্বাইয়ে বোর্ডের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেছিলেন রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। সেই মিটিং থেকেই এ তথ্য সামনে এসেছে। ওই সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০ জনের ক্রিকেটারের একটি ছোট দল তৈরি করা হবে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাদেরকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্মকর্তা জানিয়েছেন, ‘ওয়ানডে এবং টেস্টে রোহিত ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। এই রকম (অধিনায়কত্ব থেকে সরানো) কোনো বিষয় নিয়ে মিটিংয়ে আলোচনা হয়নি। ওয়ানডে এবং টেস্টে তার অধিনায়ক হিসেবে রেকর্ড দেখুন। যথেষ্ট ভালো পরিসংখ্যান আছে। ’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct