সুব্রত রায়, কলকাতা, আপনজন: দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ২ জানুয়ারি নজরুল মঞ্চে বিশেষ কর্মিসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন তিনি।সোমবার তিনি বলেন, সমস্ত রাজ্য সরকারকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর বার্তা, ফেডারাল স্ট্রাকচার মেনে চলার। মানে, কেন্দ্র এবং রাজ্য মিলে যুক্তফ্রন্ট নীতিকে মান্যতা দেওয়ার। রাজনৈতিক মহল মনে করছে, সুসম্পর্কের রাজনীতি দিয়েই বঙ্গের মুখ্যমন্ত্রী দু’টি কৌশল নিয়েছেন। একদিকে, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য আদায়। অন্যদিকে, সমস্ত রাজ্যগুলিকে একে অপরের পাশে থাকার বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এর মধ্যে কোথাও লুকিয়ে আছে তৃতীয় ফ্রন্টের বার্তাও।অন্যদিকে, রাজ্যের বিরোধী দলগুলিকেও বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে মানুষের প্রতি। প্রতিহিংসার রাজনীতি বাংলায় ছড়িয়ে পড়ছে বলার পাশাপাশি তিনি বলেন, রাজ্যের উন্নয়নে বিরোধীদেরকেও এগিয়ে আসতে হবে। রাজনীতি যেন ধ্বংসাত্মক না হয়ে সৃষ্টিমূলক হয়। এদিন তিনি বলেন, একতা ও সংহতিতে জোর দিতে হবে। মুখ্যমন্ত্রী রাজ্য ও কেন্দ্র সরকার প্রসঙ্গে বলেন, সরকার মানুষের জন্য।
এদিন আবাস যোজনার টাকা দেরি করে পাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তিনি বলেন, গরিব মানুষ কাজ করে এখনও টাকা পায়নি। কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য ৬ হাজার কোটি টাকা। রাজ্য সরকার ৪৮ লক্ষ কর্মদিবস তৈরি করেছে ২ হাজার কোটি টাকা খরচ করে। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct