নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে বঙ্গে একাধিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শা 'রা । সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য ,ওনারা বাংলায় এলে বাংলার দই, মিষ্টি খাইয়ে দেবো । নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর ঘটনাস্থলের কাছে সিসিটিভিগুলো বন্ধ ছিল । একটা কাজ হচ্ছিল। বিস্ফোরক স্বীকারোক্তি ফিরহাদ হাকিমের। সোমবার কলকাতা পৌরসভা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন,দুঃখজনক ঘটনা। একটা ছাত্র মারা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।প্রভাবশালী বলতে আপনারা রাজনৈতিক নেতাদের মনে করেন। কিন্তু প্রভাবশালী তো যাদের পয়সা আছে তারাও। ছাত্ররা আন্দোলনে নেমে রাস্তা অবরোধ করে অবাস্তব দাবি করছে। পুলিশ উপরওয়ালা নয়। কেসটা বানাতে হবে। তথ্য প্রমাণ ছাড়া আদালতে গেলে পুলিশকেই অপদস্ত হতে হবে। ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, যে কাউকে ধরে আনলে, হবে না। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। কিছুটা সময় দিতে হবে। ছাত্রদের এটা বুঝতে হবে।
তবে তাঁর আশ্বাস চালক ধরা পড়বে। উপযুক্ত শাস্তি পাবে। এদিন বগটুইয়ে অনুব্রত মণ্ডলের টেলিফোনে কথোপকথন নিয়ে অভিযোগ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র বলেন, আমার মনে হয় না এটা হয়েছে। আমি জানি না ।এটা আমার ব্যক্তিগত মত। সিবিআই এর কাছে তথ্য থাকলে সিবিআই আদালতের কাছে দেবে। নোট বন্দি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট- র রায় নিয়ে বলেন, আমি কোনো আদালতের বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমি নিজেও যখন ভুক্তভোগী তখনো আদালতের নির্দেশ মেনেছি। আমি জানি আমার ওপর ভুল হয়েছে। তবুও আদালতের নির্দেশ মেনেছি। একটাই জানি উপরে ভগবান নিচে আদালত। এই ভরসা রাখতে হবে না হলে সমাজব্যবস্থা ভেঙে যাবে।বাড়িতে বাড়িযতে যাওয়া দিদির নির্দেশে। এই প্রসঙ্গে তিনি বলেন,দল যেমন নির্দেশ দেবে যাব। এটা আমরা আগেও করেছি, এখনও করব। আপনারা(সংবাদ মাধ্যম) আবার হই হই করবেন। সংবাদ মাধ্যমে দেখাবে এই লোকটা ওই করেছে ওই লোকটা এই বলছে। ববি হাকিমকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, কাগজ ছুঁড়েছে....এসব। যেমনটা আবাস যোজনা নিয়ে আপনারা করছেন। সংবাদ মাধ্যমের একটা স্কোপ তৈরি হলো। অমিত শাহ এবং নরেন্দ্র মোদির বঙ্গ সফর প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, আসবেন তাতে কি হল? ২০২১এ এসেছিলেন। সভা করবেন চলে যাবেন। আমরা বাংলার দই মিষ্টি খাইয়ে দেবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct