সুব্রত রায়, কলকাতা, আপনজন: বাম এবং রাম সব এক হয়ে গিয়েছে, এভাবেই সোমবার বিরোধিদের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধী দলগুলির আদৌ কোনও আদর্শ নেই বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর নিশানা থেকে বাদ যায়নি কংগ্রেসও।এদিন তিনি বলেন, দীর্ঘ বছর সহ্য করার পর কংগ্রেস ছেড়ে নতুন দল তৈরি করেছিলেন তিনি। তখন কংগ্রেস- বাম যোগসাযোগ ছিল। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘তরমুজ’। তিনি বলেন, এখন বাম আর রাম এক হয়ে গিয়েছে। আর কংগ্রেস হয়েছে ওই আঁতাতের সি টিম। তাঁর বক্তব্য, বিরোধীদের কোনও নীতিগত আদর্শ নেই। বলেন, বিজেপির মনোভাব একা থাকার ও আগ্রাসী হওয়ার। ওরা মনে করে একটাই ধর্ম সব। এই নীতিকে সমর্থন করা যায় না বলেই তিনি সরাসরি বিজেপি করেননি বলেও বলেন। এদিন তিনি বলেন, তৃণমূল ভারতের সংবিধান মেনে চলে। এখানে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলেই সমান। নতুন সদস্যদের প্রতি তাঁর বার্তা, পুরানো সদস্যদের কাছ থেকে দলের ইতিহাস, লড়াই, উত্থান সম্পর্কে জানার।পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, ‘ফাকিবাজি না করে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। রাত্রিবাস করতে হবে’। তিনি নিজেও মানুষের বাড়ি বাড়ি যাবেন বলেও জানান। প্রত্যেক নেতাকর্মীকে সৎ ভাবে থাকার কড়া নির্দেশ দেন নেত্রী। না হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ব্লক স্তরে মহিলা-সংখ্যালঘু ও স্থানীয় শিল্পীকে নিয়ে প্রচারের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল চেয়ারপার্সন।
বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ওরা প্রতিহিংসার রাজনীতি করে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে দেয়। ইতিহাস, রাজনীতি, শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতির বিকৃতি করে চলে। বলেন, ‘ওঁরা মনে করে আমি খাব, আর কেউ খাবে না। ওরা একাই মানুষ আর সবাই অমানুষ। ধর্ম একটাই। বাকি কিছু ধর্ম নয়’। এরপরেই তাঁর পরামর্শ, সংবিধান মেনে চলতে হবে। তিনি বলেন, আদর্শকে না ভুলে মানবিকতার আলো জ্বালাতে হবে। তবেই আসবে নতুন দিন, নতুন সত্যতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct