সুব্রত রায়, কলকাতা, আপনজন: দুর্নীতির দায়ে যদি স্কুল শিক্ষকদের চাকরি যেতে পারে তাহলে দিনের পর দিন অনুপস্থিতির দায়ে সরকারি চিকিৎসকদের চাকরি কেন যাবে না? প্রশ্নটা উঠেই গেল সোমবার দুপুরে রাজ্য স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তির জেরে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের সরকারি হাসপাতালের ২৫২জন চিকিৎসককে। কেননা এঁরা পেশায় সরকারি চিকিৎসক হলেও তাঁরা দীর্ঘ দিন নিজ নিজ কর্মস্থল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে আসেননি। কেউ বছরের পর বছর! কেউ মাসের পর মাস! আবার সেই সব অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করেননি। তাই স্বাস্থ্যভবনকেও এবার ভাবতে হচ্ছে তাঁদের রাখা হবে কী হবে না? সেই সূত্রেই ২৫২জনকে তলব স্বাস্থ্য ভবনে। আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে শুনানির সময় তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য দফতরের দাবি, দেখা যাচ্ছে দিনের পর দিন কাজে অনুপস্থিত রয়েছেন ওই সব চিকিৎসকেরা। কেন আসছেন না তাও জানাচ্ছেন না। এর ফলে বিপাকে পড়ছেন রোগীরা। স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত হচ্ছে। তাই এই ধরনের ২৫২ জন সরকারি চিকিৎসককে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা হয়েছে। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ওই তালিকাটি তৈরি করা হয়েছে। এদিনের বিজ্ঞপ্তিটির সঙ্গে প্রকাশ করা হয়েছে সেই তালিকাও। বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় স্বাস্থ্য ভবনের তিন তলার অডিটোরিয়ামে হাজির হতে হবে তাঁদের। সঙ্গে আনতে হবে আবেদনপত্র, যেখানে তাঁদের কাজে যোগদানের আবেদন জানাতে হবে। শেষ যেখানে তাঁরা কর্মরত ছিলেন, সেখানেই কাজে ফিরতে হবে। ওই তালিকায় নাম নেই, অথচ যে সরকারি চিকিৎসকেরা দীর্ঘ দিন কাজে অনুপস্থিত, তাঁদেরও ওই দিন স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে, নির্দেশের পরেও যে সব সরকারি চিকিৎসক ওই দিন উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct