সুব্রত রায়, কলকাতা, আপনজন: বিরোধী দলেরও দায়িত্ব আছে রাজ্যবাসীর কাছে। প্রতিহিংসার রাজনীতিতে বাংলা ভরে আছে। নজরুল মঞ্চ থেকে বিরোধী দলগুলিকে বার্তা দেওয়ার পাশাপাশি তৃণমূলের নেতা ও কর্মীদেরও বার্তা দেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।এদিন তিনি বলেন, প্রচারের চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। এরপরেই দলের নেতৃত্ব ও কর্মীদের প্রতি তাঁর বার্তা, গ্রামে গ্রামে প্রতি ব্লকে যান। সাধারণ মানুষের বাড়িতে থাকুন- খান। এলাহি খাবারের চাহিদা এড়িয়ে খুব সাধারণ খাবার খান। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বোঝানোর নির্দেশও দিয়েছেন তিনি। তাঁর নির্দেশ, যুব শক্তি, সংখ্যালঘু, মহিলা এবং শিল্পীদের নিয়ে প্রচারে জোর দেওয়ার। মাতৃভাষায় প্রচারে বিশেষ গুরুত্ব দিতেও বলেছেন তিনি। শব্দ এবং বাক্যচয়নের ক্ষেত্রেও সতর্ক করেছেন নেত্রী। পাশাপাশি, প্রত্যেক সদস্যকে ফাঁকি না দেওয়ার কড়া বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সৎ থাকার নির্দেশ দেন তিনি। দুর্নীতিগ্রস্থ হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন নেত্রী। তাঁর বার্তা, কারও বদনাম হলে সেই বদনাম দল এবং সরকার- উভয়েরই। নজরুল মঞ্চ থেকে বাজেট অধিবেশনে সকল বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।বাংলায় প্রতিহিংসার রাজনীতি হচ্ছে দাবি করেও তিনি বলেন, আদর্শ বজায় রেখে নতুন দিন নিয়ে আসতে হবে। বাংলার সংস্কৃতি- ঐতিহ্য এবং ইতিহাসকে স্মরণ করে তিনি বলেন, ‘বাংলায় জন্মে আমি গর্বিত’। এরপরেই তিনি বিজেপি এবং সিপিএমকে নিশানা করে বলেন, বিরোধীদের কাজ গঠনমূলক পদক্ষেপ নেওয়া। রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল বিরোধীদল থাকাকালীন ধ্বংসের রাজনীতি করেননি বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কংগ্রেসকে বিজেপি এবং সিপিএমের সি টিম বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নয়া প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’, ‘দিদির দূত’ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প মানুষের সুবিধার জন্য। পঞ্চায়েত নির্বাচনের বহু আগেই তাই দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। সেই ক্যাম্প শেষ হয়েছে। গ্রামের মানুষের পাশাপাশি শহরের মানুষও পেয়েছেন সুবিধা। তিনি জানিয়েছেন, দুয়ারে সরকারের মাত্র ২৫ শতাংশ কাজ বাকি। সব আবেদনকে গুরুত্ব দিয়ে দেখে পরিষেবা দেওয়া হবে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশ, আবেদনকারীদের আবেদনে কোনও টেকনিক্যালি ভুল থাকলেও তা মানবিক দৃষ্টিতে দেখে সুবিধা পাইয়ে দেওয়ার। সারাবছর মানুষ যাতে একই ভাবে পরিষেবা পেতে পারে তাই নয়া প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’ এবং নয়া অ্যাপ ‘দিদির দূত’। এরপরেই বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ভোটের রাজনীতি তারা করে যারা নির্বাচনের আগে তেলের দাম কমায় আর নির্বাচন মিটলেই আবার দাম বাড়িয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct