নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ভারতীয় রেলের স্বপ্নের প্রকল্প বন্দে ভারত। আর সেই ট্রেনের ওপরেই উঠল নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ। নির্ধারিত খাওয়ার না পাওয়ার অভিযোগও করেন যাত্রীরা। পাশাপাশি বাথরুমের মতো অতি অবশ্যক বিষয় বন্ধ করে রাখার অভিযোগ আনেন যাত্রীরা। রবিবার আনুষ্ঠানিকভাবে সাধারণ যাত্রীদের জন্য চালু হয় বন্দে ভারত। এই প্রথম যাত্রার দিন দেশের প্রিমিয়াম এই ট্রেনকে নিয়ে উঠছে বিস্তর অভিযোগ। প্রদেয় খাবার থেকে শুরু করে যাত্রা পথে অন্যান্য অসুবিধা যেমন সেন্সর খারাপ হওয়ার মতো অভিযোগও তোলেন যাত্রীরা। ওই রেলের যাত্রী সায়ন চক্রবর্তী অভিযোগ করেন ট্রেনটি মালদা তে পৌঁছানোর পর তাতে বেশ কিছু সাধারণ মানুষের গড়ে উঠে পড়েন এবং তারা যাত্রীদের আসনে বসে বা ট্রেনের বগিতে সেলফি তুলতে শুরু করেন। শুধু তাই নয় এক জন ব্যক্তি আটকেও যান। হঠাৎ ট্রেন চলতে শুরু করে। এরপর ইমার্জেন্সি চেন টেনে নামিয়ে ওই ব্যক্তিকে নামানো হয়। ওই যাত্রার অভিযোগ রেলে একটি বগিতে যে খাবার দেওয়া হয় অন্য বগিতে অন্য খাবার দেওয়া হয় ফিশ ফিঙ্গার এত সরু এবং নিম্ন মানে ছিল যা দেখে চক্ষু চড়ক গাছ হয় যাত্রীদের। শুধু তাই নয় ওই ট্রেনে উঠে যেকোনো যাত্রী বাথরুম ব্যবহার করছে নেই কোন নজরদারি। অপরদিকে ওই ট্রেনের ওপর এক যাত্রীর সারা রাস্তা সফর করে এসে হাওড়া স্টেশনে অভিযোগ করেন যে টিকিটের মূল্য দিয়ে তারা ওই ট্রেনে সওয়ার হচ্ছেন, সেই পরিষেবা তারা পাচ্ছেন না ওই ট্রেনে সকালে টিফিনে যে ডিমের পোচ দেওয়া হয়েছিল তা ছিল কাঁচা। যাত্রীরা খেতে পারেননি, তা ফেলে দিতে হয়েছে। শুধু তাই নয়, ওই ট্রেনে হাওড়া থেকে যাওয়ার সময় বাথরুম যতটা পরিষ্কার ছিল কিন্তু নিউ জলপাই করি থেকে হাওড়া স্টেশনে ফেরার সময় তা পুরোপুরি অপরিষ্কার ছিল। এমনকি ওই ট্রেনের ই- টু বগিতে দুটি বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ সেখানে জল সরবরাহতে সমস্যা ছিল। বেশি ভাড়া দিয়ে বন্দে ভারতে উঠে শতাব্দীর মতো খাবার কেন যাত্রীরা পাবেন এবং পরিষেবা কেন উন্নত হবে না? এ নিয়ে ভারতীয় রেলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন যাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct