নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বৃহস্পতিবার রাত থেকে বঙ্গে ফের ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে পৌঁছাতে পারে ১৪ ডিগ্রিতে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিন ২৭ডিগ্রির কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর সকালের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিলবে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। তবে ভোরের দিকে ঘন কুয়াশা থাকায় সকাল ১১টা পর্যন্ত ঝলমলে আকাশের দেখা মেলেনি। ইংরেজি নববর্ষের ভোর থেকে ঘন কুয়াশার প্রকোপ বেড়েছে রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতে এবং সকালের দিকে কুয়াশা বেশ কিছুটা থাকছে। তবে আগামী বৃহষ্পতিবার রাত থেকে তাপমাত্রা কিছুটা কমলে সাময়িক ঠান্ডা অনুভব হবে বঙ্গে এমনটাই আশা করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরে হওয়ার প্রভাব রাজ্যের প্রবেশের ক্ষেত্রে বজায় থাকবে। তাই সর্বনিম্ন তাপমাত্রা গড়ে দুই ডিগ্রী নির্মমুখী হতে পারে বঙ্গে। তবে চলতি সপ্তাহের শেষে ফের তাপমাত্রা ১-২ দিন উর্ধ্বমুখী হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct