মোহাম্মদ সানাউল্লা, রামপুরহাট, আপনজন: জামায়াতে ইসলামি হিন্দের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমের রামপুরহাটে রবিবার এক প্রেস গেট টুগেদার অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য জামায়াতের বিভাগীয় সম্পাদক তথা সাপ্তাহিক ‘মীযান’ পত্রিকার সম্পাদক ডা. মসিহুর রহমান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে ডা. মসিহুর রহমান বলেন, জামাআতে ইসলামী হিন্দ ১৯৪৮ সালের ১৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। আদর্শিক ভাবে সকল জনগণকে আহ্বান জানিয়ে এসেছে জামাআতে ইসলামী হিন্দ। তিনি বলেন, সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন মানুষ স্রষ্টার ওপর বিশ্বাস স্থাপন করে ,তাঁর আনুগত্য ও উপাসনা করে কর্ম জগতে সদা তৎপর থাকবে। জামাআত মূল্যবোধ ভিত্তিক সমাজের বিনির্মাণ চায়। স্রষ্টার আনুগত্য ও মূল্যবোধ এবং নীতি - নৈতিকতাভিত্তিক সমাজ নির্মাণ।এই দুটো বিষয়কে সামনে রেখে বিগত ৭৫ বছর ধরে জামাআত কাজ করছে । বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সদ্ভাব তৈরি ও আলাপ - আলোচনার পরিবেশ বজায় রাখতে হবে। তবেই শান্তি ও সম্প্রীতি আসবে।
তিনি আরও বলেন, সমাজের পুনর্গঠনে ধর্মকে গঠনমূলক ভূমিকায় নিয়ে আসতে হবে। মূলত এটাই জামাআতের আহ্বান। উগ্রপন্থা পরিহার,সহিষ্ণুতা এবং প্রত্যেক সম্প্রদায়ের অধিকারের প্রতি এদ্ধা প্রদানকে জামাআত অপরিহার্য মনে করে। জামাআত ধর্মের প্রচারে বিশ্বাসী। তবে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের প্রতি যথাযথ সম্মান রেখেই তা করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। জামাআত সকল নাগরিকের জন্য সুবিচার কায়েমের লক্ষ্যে কাজ করে আসছে। এর জন্য বিভিন্ন এন জি ও , সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের সাথ দিয়েছে , তাদের সহযোগী হয়েছে। জামাআত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিচার , সাম্য এবং পশ্চাদপদ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার পক্ষে আওয়াজ ওঠায়। ধার্মিক জনমোর্চা, সদ ভাবনা মঞ্চ প্রতিষ্ঠার জন্য সার্বিক সহযোগিতা করে আসছে। সেই সঙ্গে তাদের অংশ হিসেবে কাজ করছে। জামাআত মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। এই লক্ষ্যে যারা কাজ করছে তাদের সমর্থন দিয়ে চলেছে। দারিদ্র্য দূরীকরণ,বেরোজগারি , ক্ষুধা, শিক্ষায় পশ্চাদপদতা দূরীকরণ, মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য দেওয়ার জন্য ভিশন -২০১৬ এবং তৎপরবর্তী ভিশন -২০২৬ নামে সমাজ উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়েছে। জামাআত বিনাসূদী ব্যাঙ্কিং প্রতিষ্ঠার জন্য সংগঠন কায়েম করেছে। বিনাসূদী ব্যাঙ্কিং প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত তৈরি করছে বলে দাবি কনে ডা. মসিহুর। । এছাড়াও আর্থিক অসাম্য ঘোচাতে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও বিনাসূদী প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী কর্মরত রয়েছে । এদিন উপস্তিত ছিলেন বীরভূম জেলা নাজিম আসগার আলী, রামপুরহাট মোকামী আমির ডা.আমিন আহম্মেদ সহ বিশিষ্টজনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct