সেক আনোয়ার হোসেন, সুতাহাটা, আপনজন: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল পূর্ব মেদিনীপুরের পার্বতীপুরে তৃণমূল কার্যলয়ে। দলীয় পতাকা উত্তোলন করলেন অশোক কুমার মিশ্র। হোড়খালি অঞ্চলের বিভিন্ন বুথেও পালিত হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতা শিক্ষক শ্যাম প্রসাদ পাত্র।তৃণমূল কংগ্রেসের সুতাহাটা ব্লকের সভাপতি অশোক কুমার মিশ্র বলেন, ‘তৃণমূল কংগ্রেস গঠন করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি ছিল, এ রাজ্য থেকে ফ্যাসিস্ট সিপিআইএম নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে গেলে কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে চললে তা কখনই করা সম্ভব হবে না। অন্যদিকে সংবিধান বিরোধী সাম্প্রদায়িক বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ক্ষমতারচ্যুত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের লড়াই-সংগ্রাম জারি রাখা হবে। প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের সুতাহাটা ব্লকের সহ-সভাপতি শ্যাম প্রসাদ পাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন মানুষের হয়ে লড়াই করার মাধ্যমেই ধাপে ধাপে জননেত্রী হিসাবে উন্নীত করতে সক্ষম হয়েছিলেন। তাই কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেক হাসিবুর রহমান, সুতাহাটার পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমা বিবি, হোড়খালী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপ্ন হাজরা, সুতাহাটা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ- সভাপতি সেক আবুল হাসান,সেক আতিয়ার রহমান, মালতি দোলুই দাস,খোকন রায় প্রামানিক সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct