আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত অফিস ভবনের ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারের বিরুদ্ধে মামলা করেছে ভবন মালিক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অফিস কার্যক্রম চালাতে ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার ভাড়া দিতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমটিকে। কিন্তু তারা এ ভাড়া পরিশোধ করেনি। সান ফ্র্যান্সিসকোর হ্যাটফোর্ড ভবনের ৩০ তলায় ট্যুইটারের অফিস অবস্থিত। এর পরিপ্রেক্ষিতে ট্যুইটারকে নোটিস পাঠায় ভবন মালিক কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, যদি পাঁচদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হয়, তাহলে ট্যুইটারকে খেলাপি হিসেবে বিবেচনা করা হবে। এদিকে, এমন নোটিশ পাঠানোর পরও ট্যুইটার কর্তৃপক্ষ ভাড়া পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে ২৯ ডিসেম্বর সান ফ্রান্সিসকোর আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করে ভবন কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct