আপনজন ডেস্ক: প্রতিটা নতুন বছরই নতুনত্ব নিয়ে উপস্থিত হয়। পুরোনো বছরের ধুলো-ছাই ধুয়ে মুছে আমরা নতুন এক উজ্জ্বলতম দিনের জন্য প্রস্তুত হই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আরো বলেন, ২০২৩ সালে আমাদের প্রয়োজন শান্তি, যা এখন যেকোনো সময়ের চেয়ে জরুরি। আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করে একের সঙ্গে অন্যের শান্তি প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব নববর্ষ-২০২৩ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন। ইউক্রেন থেকে আফগানিস্তান হয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বহু মানুষ ধ্বংস হওয়া নিজের বাড়িঘর ফেলে অপেক্ষাকৃত নিরাপদ-ভালো আবাসের খোঁজে নেমেছেন। বিশ্বজুড়ে ১০ কোটি মানুষ যুদ্ধ, দাবানল, খরা, দারিদ্র ও ক্ষুধা থেকে বাঁচতে ঘর ছেড়েছেন। তিনি আরো বলেন, নারী ও মেয়ে শিশুরা যাতে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেজন্য ঘরে শান্তি প্রয়োজন। সব ধরনের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে সড়কে ও আমাদের সমাজে শান্তি প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct