আপনজন ডেস্ক: নতুন বছরে নতুন ক্লাবের হয়ে খেলবেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস। ২০২২ সালের শেষ দিনে সুয়ারেস যোগ দিলেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। গত মৌসুমের মাঝপথে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে শৈশবের ক্লাব নাসিওনালের তিন মাসের জন্য যোগ দিয়েছিলেন সুয়ারেস। ১৬ ম্যাচ খেলে সেখানে আট গোল করেছেন তিনি। একই সঙ্গে পেয়েছেন লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তবে এখন ব্রাজিলিয়ান লিগ সিরি আ’য় নতুন মিশনে নামতে চলেছেন এই ফরোয়ার্ড। নতুন ক্লাবে যোগ দিয়ে সুয়ারেস বলেন, ‘গ্রেমিওতে এই সুন্দর চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে যোগ দিয়ে আমি খুবই রোমাঞ্চিত এবং তা উপভোগ করছি। ’আগামী ১৭ জানুয়ারি সাও লুইসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে গ্রেমিও। এখানে নিজের ট্রেডমার্ক ৯ নম্বর জার্সিতে খেলবেন সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও লিভারপুলেও ৯ নম্বর জার্সি পরে খেলেছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। একটা সময় মেসি-নেইমারের সঙ্গে বার্সেলোনায় খেলতেন সুয়ারেস। মেসি-নেইমার-সুয়ারেসকে নিয়ে সে সময়ের ভয়ংকরতম আক্রমণভাগ গড়ে তুলেছিলেন বার্সা। এই ত্রয়ী বার্সাকে জিতিয়েছে চ্যাম্পিয়নস লিগও। নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও থেকে যান সুয়ারেস। তৈরি হয় মেসি-সুয়ারেস নতুন জুটি। মেসির সঙ্গে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব, যা এখনো রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct