আব্দুস সামাদ মন্ডল, নিউটাউন, আপনজন: বছরের প্রথম দিনেই বেপেরায়া গাড়ি চালক পিষে মারল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিবাগে পাঠরত এক ছাত্রকে। রবিবার বিকালে নিউটাউন ক্যাম্পাস থেকে তার মেসে যাওয়ার পথে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা কবলে পড়েন আয়িলার ভুগোল বিবাগের ছাত্র শাকিল আহমেদ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলে। দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের বোধিচারিয়া স্কুলের সামনে। সূত্রের খবর এদিন বোধিচারিয়া ক্রসিংয়ের ঠিক আগেই রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পড়ুয়া, সেই সময় কদমপুর মোড় থিকে আসা একটি বেপরোয়া গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোডে হেঁটে চলা শাকিল আহমেদকে ধাক্কা মেরে দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি। রাস্তার পাশে ছিটকে পড়েন শাকিল। মাথা পেটে যাওয়া রক্তস্নাত হয়ে পড়ে গোটা রাস্তা। বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শাকিলের মৃত্যুর খবর দ্রুত পৌঁছে যায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে। একে একে জড়ো হয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ পড়ুয়ারা
তাদের সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করেন। পড়ুয়াদের অভিযোগ, দুর্গঠনায় আহত ছাত্র প্রায় ১৫ মিনিট রাস্তার উপর পড়েছিলেন। পুলিশকে সময়মতো খবর দেওয়া হলেও আসেনি। তাদের দাবি, পুলিশ সময়মতো এলে ওই পড়ুয়াকে হয়তো বা বাঁচানো যেত। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করলে অবরোধ উঠে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওই ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানায়। আলিয়া বিশ্ববিদ্যায়লের এক পড়ুয়া সাজিদুর রহমানের বক্তব্য, একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসন তারপরেও শীতঘুমে। আজ বর্ষবরণের প্রথম দিনে আমাদেরই সহপাঠী ভাই দুর্ঘটনায় মারা গেল, নতুন বছরের প্রথম দিনে একটি পরিবার তাদের সন্তান হারাল, এর দায় কে নেবে? আর এক পড়ুয়া শাহনূর আখতারের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাড়ির গতি কমানোর কোনও সাইনবোর্ড কিংবা পর্যাপ্ত সিগনালিং ব্যবস্থা নেই। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওই ঘাতক গাড়িটিকে ধরতে হবে ও চালককে গ্রেফতার করতে হবে, সেই দাবি তুলেই পথ অবরোধ করেছিল পড়ুয়াদের একাংশ। অবরোধকারীদের আরও অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের একদম কাছে ওই জায়গায় হামেশাই দুর্ঘটনা ঘটে। অথচ, সেখানে গাড়ির গতি কমানোর কোনও সাইনবোর্ড নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct