নায়ীমুল হক, নিজস্ব প্রতিবেদন, আপনজন: শনিবার বিকেলে এক আন্তর্জাতিক ওয়েবিনার দিয়ে সূচনা হল তিন সপ্তাহব্যাপী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্ম বর্ষপূর্তি অনুষ্ঠান। এর আয়োজনে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫-তম জন্ম বর্ষপূর্তি উদযাপনের সর্বভারতীয় কমিটি। পয়লা জানুয়ারি শুরু হয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে হবে এই পর্বের সমাপ্তি অধিবেশন।
তিন সপ্তাহব্যাপী নেতাজির জীবনাদর্শ ও কর্ম বিষয়ক এই গুরুত্বপূর্ণ উদযাপন পর্বের উন্মোচন করেন নেতাজি কন্যা ও অর্থনীতির বিশিষ্ট অধ্যাপিকা অনিতা বোস পাফ। তিনি ছাড়াও এই আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী এবং অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানে মডারেশনের দায়িত্বে ছিলেন অর্গানাইজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট বিশ্ববসু দাস। এদিনের অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের সঙ্গে সঙ্গে দেশের সহস্রাধিক জায়গায় গ্রুপ করে দেখানোরও ব্যবস্থা করা হয়। এ দিনের অনুষ্ঠানে নেতাজি কন্যা অনিতা বসু পাফ পিতার জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যপূর্ণ কথা বলেন। তাঁর আবেগঘন বক্তৃতায় তদানীন্তন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশবাসীর প্রিয় নেতাজির ব্যক্তি-জীবনের নানা আঙ্গিক বিস্তারিতভাবে উঠে আসে। এদিনের অপর বক্তা অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি নেতাজির অনমনীয় মানসিকতা এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসী ভূমিকার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। সংকীর্ণতার উর্ধ্বে উঠে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে নেতাজির উদাত্ত আহ্বানের কথা বারবার মনে করিয়ে দেন তিনি। তিনি আরো বলেন নেতাজি মনে করতেন ছাত্র-যুবরাই সমাজ পরিবর্তনের মূল বাহক, আজও সে কথা প্রযোজ্য। নেতাজির এই একশো পঁচিশ জন্ম বর্ষপূর্তি উদযাপন হয়ে উঠুক তাঁর স্বপ্নের ভারত গড়ার পথ, আর দেখাক অন্যায় জুলুমের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস। বীর স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ-মত-পথ আমাদের জন্য চিরকাল থাকুক জাগরূক, হয়ে থাকুক চির অমর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct