আপনজন ডেস্ক: সারাবছর বিভিন্ন সময় নানান কাজে অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করে থাকেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের নিঃশ্বাস নেওয়ার সময় নেই এক দণ্ড। সারাক্ষণ বিশ্বের কোথাও না কোথাও ডাউনলোড করা হচ্ছে কোনো না কোনো অ্যাপ। তবে বছরের সবচেয়ে বেশি যেসব অ্যাপ ডাউনলোড করা হয়েছে সেই তালিকা প্রকাশ করলো প্রযুক্তি বিষয়ক সাইট সফটওয়্যার টেস্টিং হেল্প। তাদের সেই তালিকায় আছে সামাজিক প্ল্যাটফর্ম, ই-কমার্স এবং মোবাইল গেম। যেগুলো গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোড করা হয়েছে অসংখ্যবার। এর মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। এই তালিকায় আছে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে সাবওয়ে সার্ফার-এর মতো গেমিং অ্যাপগুলোও। তবে গতবারের মতো এবারও শীর্ষে আছে শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক। দ্বিতীয় স্থানে ইনস্টাগ্রাম, এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জুম, স্ন্যাপচ্যাট, ফেসবুক মেসেঞ্জার, ক্যাপকাট, স্পোটিফাই, ইউটিউব, এইচবিও ম্যাক্স, ক্যাশ অ্যাপ, সাবওয়ে সার্ফার ও রোবলক্স। ২০২২ সালে ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়ে এই অ্যাপগুলি দারুণভাবে ব্যবহার করেছেন সবাই। যার ফলে সারা বছর ধরে প্রচুর পরিমাণ এই অ্যাপগুলি ডাউনলোড হয়েছে প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct