সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: ২৮ তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুস্তক মেলায় ভাঙড়ের ৩ জন কৃতি ব্যাক্তি কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। এঁদের মধ্যে সাহিত্য ক্ষেত্র থেকে ২ জন এবং সঙ্গীতে ১ জন। ২৪ ডিসেম্বর তাঁরা মঞ্চ প্রদর্শন করেন। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নির্মল ঘোষ এবং কবিতা পাঠ করেন কবি লালমিয়া মোল্লা ও কবি ফারুখ আহমেদ। উল্লেখ্য ২৮ তম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা শুরু হয় ২০ ডিসেম্বর। মেলা শেষ হয়েছে ২৬ ডিসেম্বর। বারুইপুর রেল ময়দানে এক পক্ষ কাল ধরে চলে জেলা পুস্তক মেলা। অন্যদিকে, নবম নিউটাউন বই মেলায় কবিতা পাঠ করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের তরুণ কবি আমান। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কবিতা পাঠ করেন। নিউটাউনের মানুষের কাছে ভাঙড়কে গর্বিত করেছেন তরুণ এই কবি। এদিন ১২ জন কবি কবিতা পাঠ করেন। এঁদের মধ্যে কবিতা পাঠের সুযোগ পান ভাঙড়ের তরুণ কবি আমান। এদিন তিনি তাঁর স্বরচিত কবিতা ‘প্রথম দেখা’ কবিতা টি পাঠ করেন। ২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার অন্য ক্যানভাস’ প্রকাশিত হয়। এছাড়াও বাংলার বিভিন্ন ম্যাগাজিন এবং পত্রিকায় তাঁর লেখা স্থান পেয়েছে। তাঁর আরও একটি কাব্যগ্রন্থ ‘ ২০২৩ সালে প্রকাশিত হবে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct