দ্বিতীয় 'বেল্ট অ্যান্ড রোড ফোরাম মিট' বা 'বিআরআই'-এ যোগ দেওয়ার জন্য চিনের আমন্ত্রণ ফিরিয়ে দিল ভারত। এ মাসেই চিনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হাওয়ার কথা 'বেল্ট অ্যান্ড রোড ফোরাম মিট'-এর। ওই সম্মেলনে চিনের তরফে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল যোগ দেওয়ার জন্য। কিন্তু ভরাট তা প্রত্যাখ্যান করেছে। চিন যেভাবে পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারের সংগঠনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে মানতে নারাজ, তার প্রতিবাদ জানিয়েছে ভারত। বিশ্বে মাসুদ আজহারের সংগঠন জইশ এ মুহাম্মদ জঙ্গি সংগঠন বলে স্বীকৃত হলেও চিন উল্টো পথে হাঁটছে। তারা মাসুদ আজহারকে জঙ্গি বলতে রাজি নয়। অথচ তারা একের পর এক জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ভারতে। খোদ পাকিস্তান সরকার মাসুদ আজহারকে জঙ্গি তালিকায় আনলেও চিন তা চায় না। তার প্রতিবাদে ভারত চিনের সম্মেলনে হাজির থাকছে না বলে সূত্র জানিয়েছে। ওই সম্মেলনে চিন পাকিস্তান অর্থনৈতিক করিডর ও গিলঘিট বালতিস্তান করিডর নিয়ে আলোচনার কথা ছিল। এরআগে ২০১৭ সালেও ভারত চিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct