মনিরুজ্জামান, হাড়োয়া, আপনজন: সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোন জাতি এগিয়ে চলে সভ্যতার অগ্রগতিতে। সেই ধারাকে অব্যাহত রাখতে শনিবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত আন্দুলিয়া দোকানিপাড়া ঈদগাহের ভিত্তিপ্রস্তর নির্মাণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভিত্তিপ্রস্তর ও দোয়ার মধ্যে দিয়ে এই ঈদগাহের শুভসূচনা করেন রাজারহাট নিউটাউন মাঝেরহাট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ। এই অনুষ্ঠানে ফারহাদ জানান, এই এলাকার মানুষের ঈদগাহের অত্যন্ত প্রয়োজন ছিল। দীর্ঘদিনের সেই চাহিদার আজকে শুভসূচনা হল গ্রামবাসীদের সহযোগিতায় অত্যন্ত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে ফারহাদ ছাড়াও উপস্থিত ছিলেন পীরজাদা মনজুর আলম,অহিদ আলি, মীর সাহেব আলি,নাসির আলী,খতিপ আলি, মহিবুল,নসিবুল সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct